8 ok theme
Headlines News :
Powered by Blogger.

Latest Post

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রামীণফোন দিচ্ছে ২০০ এমবি ইন্টারনেট মাত্র ২০ টাকায়!

Written By Jibon Islam on Saturday, August 6, 2016 | 1:21 PM

বিশ্বকাপ উপলক্ষ্যে গ্রামীনফোনের ইন্টারনেট অফার! মাত্র ২০ টাকায় ২০০ মেগাবাইট ইন্টারনেট ৩ দিনের মেয়াদ সহ। বিস্তারিত ইন্টারনেট প্যাকটির ভলিউম ২০০ মেগাবাইট। ২০০ মেগাবাইটের দাম ২০ টাকা (ভ্যাট, এসডি, এসসি সহ ২৩.৮৯ টাকা) ২০০ মেগাবাইট ইন্টারনেটের মেয়াদ মোট ৩ দিন (প্যাক কেনার দিন সহ) প্যাকটি কিনতে ডায়েল করতে হবে *5000*183# ইন্টারনেট ডাটা চেক করতে ডায়েল করতে হবে *121*1*2# অথবা *566*13# (চার্জ ফ্রি). সাবস্ক্রাইবাররা একাধিকবার প্যাকটি কিনতে পারবেন। প্যাকটির মেয়াদ সম্পর্কে আলোচনা *৫০০০*১৮৩# ডায়েল করে জিপির ২০০ মেগাবাইট ইন্টারনেট ২০ টাকায় ৩ দিনের জন্য পাওয়া যাবে। প্যাকটি যেদিন ক্রয় করবেন সেদিন সহ আরো ২ দিন, এই মোট ৩ দিন মেয়াদ।এই মেয়াদ জিপির অন্য কোনো রেগুলার প্যাক কিনে বাড়ানো যাবেনা। ২০০ মেগাবাইট ইন্টারনেট আপনার মেইন ইন্টারনেট একাউন্টে (*৫৬৬*১০#) যোগ হবে না, তাই ফ্লেক্সক্সি প্ল্যান দিয়েও বাড়াতে পারবেন না। তবে প্যাকটি পুনরায় কিনে এর মেয়াদ বাড়ানো যাবে। যদি ৩ দিনের ভেতরে আরেকবার কিনেন, তাহলে যেদিন কিনলেন সেদিন থেকে আবার ৩ দিনের মেয়াদ পাবেন। আরো কিছু তথ্য অফারটি শুধু পিরপেইড গ্রাহকরা উপভোগ করতে পারবে। অফারটি ১৭ মার্চ ২০১৬ পর্যন্ত চলবে। ১৫% মূল্য সংযোজন কর (ভ্যাট), ৩.৪৫% সম্পূরক শুল্ক এবং ১% সারচার্জ প্রযোজ্য। Try our VAT and SD calculator for calculating VAT and SD! অফারটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাদের জানাতে পারেন অথবা আমাদের ফেলসবুক পেজে যোগাযোগ করতে পারেন. আমরা সব সময় আছি আপনাদের প্রশ্নের উত্তর দিতে। ধন্যবাদ সকলকে।

৫৫ এমবি মাত্র ১০ টাকায়

শর্তাবলীঃ শুধুমাত্র প্রিপেইড গ্রাহকগণের জন্য প্রযোজ্য এই জিপি ডাটা অফারটির মেয়াদ ২ দিন মেয়াদ শেষ হবার পূর্বে ডাটা ভলিউম শেষ হলে অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারে টাকা ০.০১/১০কেবি হারে চার্জ প্রযোজ্য হবে, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত কোনো রেগুলার ইন্টারনেট প্যাক চালু থাকলে গ্রাহকের অ্যাকাউন্টে অফারের ইন্টারনেট ভলিউম যোগ হবে না যদি গ্রাহক মেয়াদ থাকাকালীন একই অফার পুনরায় ক্রয় করেন শুধুমাত্র তখন নতুন ভলিউমের সাথে পূর্বের ভলিউম যোগ হবে ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল *121*1*2# পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অফারটি চলবে ৩% সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য+ মূল কলরেটের উপর ১% সারচার্জ প্রযোজ্য

১ জিবি ইন্টারনেট মাত্র ৮৯ টাকায়

শর্তাবলীঃ ৮৯ টাকায় (সম্পূরক শুল্ক+ভ্যাট+সারচার্জ সহ ) ১০২৫ এমবি ইন্টারনেট ৭ দিনের মেয়াদে অ্যাক্টিভেশন কোডঃ *৫০০০*২০২# পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অফারটি চলবে অফারটি সকল প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য। অফার চলাকালীন সময়ে গ্রাহক অফারটি যত খুশি ততবার নিতে পারবেন। গ্রাহকের ইন্টারনেট ভলিউম শেষ হয়ে গেলে প্রতি ১০ কিলোবাইটের জন্য ০.০১টাকা করে চার্জ প্রযোজ্য হবে (মেয়াদ থাকা অবস্থায়, ২০০ টাকা পর্যন্ত) অব্যবহৃত ডাটা পরবর্তীতে যোগ হবে না ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল *১২১*১*২#

জিপিতে 1GB ইন্টারনেট মাত্র ৯ টাকায়!

আজ জানাবো কি ভাবে আপনি 1GB ইন্টারনেট মাত্র ৯ টাকায় নিবেন। এটা জিপির সকল গ্রাহকের জন্য, বায়োমেট্রিক পদ্ধতিতে SIM রেজিস্ট্রেশন করতে আপনার নিকটস্থ আঙ্গুলের ছাপ চিহ্নিত স্থানে চলে আসুন। রেজিস্ট্রেশন করলেই পাচ্ছেন 1GB ইন্টারনেট মাত্র ৯ টাকায়। বায়োমেট্রিক রি- রেজিস্টার্ড’ গ্রাহকদের জন্য ‘৯ টাকায় ১জিবি’ ডাটার একটি অফার চলছে (৩% এসডি এবং ১৫% ভ্যাট সহ)।অফারটি পেতে ডায়াল করুন *5000*99#।*এই অফারে ডাটা এর মেয়াদ ৭ দিন। *অফারটি ব্যবহার করার যাবে শুধুমাত্র 2am থেকে 12pm পর্যন্ত। *ডাটা ব্যালেন্স জানতে ডায়াল করুন *121*1*2# কোডটি। *অফারটি শুধুমাত্র ১বার নেওয়া যাবে সফল ভাবে re-registration হবার পর। *এই অফারটি যেকোনো প্রিপেইড (except ERS, BS Postpaid and Prepaid) এবং টিউনপেইড সিম থেকে উপভোগ করা সম্ভব হবে। তাই দেরি না করে আজই রেজিস্টার করে ফেলুন আপনার সিমটি, আর নিয়ে নিন ‘৯ টাকায় ১জিবি ইন্টারনেট। “সবাইকে ধন্যবাদ”

গ্রামীণফোন ৩০০ মিনিট ৭৫.৩৬ টাকা অফার | ২৫ পয়সা/মিনিট যেকোন জিপি নাম্বারে

এখন গ্রামীণফোনের সকল প্রিপেইড ব্যবহারকারীরা কিনতে পারবেন ৩০০ মিনিট জিপি-জিপি টকটাইম ৭৯.৩৬ টাকায় অফারের বিস্তারিতঃ গ্রামীণফোন ৩০০ মিনিট ৭৯.৩৬ টাকায় কিনতে/চালু করতে, ডায়াল করুন *111*300# কাস্টমারগণ এই অফারটি দিনে সর্বোচ্চ ২ বার কিনতে পারবেন মেয়াদ ৭ দিন যা ২৪ ঘন্টা ব্যবহারযোগ্য অবশিষ্ট মিনিট দেখতে, ডায়াল করুন *566*22# প্যাকটি বন্ধ করতে, ডায়াল করুন *111*301# ৩০০ মিনিট শেষ হওয়ার পর, দৈনিক ট্যারিফ, পালস ইত্যাদি প্রতিটি নির্ধারিত প্লানের উপর চার্জ করা হবে "মাই জোন" কাস্টমারগণ অফারটি উপভোগ করবে ১৫% ভ্যাট + ৩% সম্পূরক শুল্ক প্রযোজ্য পরবর্তী যেকোন সাহায্যের জন্য, দয়া করে কল করুন 121 নাম্বারে tags: gp 300 mins 75 tk, grameenphone 300 minutes 79.36 taka, gp 300 min 7 days, gp 300 min@79.36tk, how to buy gp 300 mins, grameenphone 300 minute validity 7 days

সেহেরীতে থাকুক নিরামিষ

যাত্রা শুরু করে ফেলেছে রমজান মাস। প্রতিদিন চলছে রোজা রাখার পালা। সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত অভুক্ত থেকে আল্লাহর নিকট নিজেকে শপে দেয়ার আরেক নাম রোজা রাখা। যেহেতু সারাদিন অভুক্ত থাকতে হবে তাই ভোরবেলায় সেহেরীতে হওয়া চাই পর্যাপ্ত পুষ্টিকর ও সুস্বাদু খাবার। এমনই এক সুস্বাদু ও মজাদার খাবার নিয়েই আমাদের আজকের সেহেরীর খাবারের আয়োজন। আসুন জেনে নেই তার রন্ধন প্রনালি।- পাঁচমিশালি সবজি উপকরনঃ * আলু- ১০০ গ্রাম, * মিষ্টি কুমড়া- ১০০ গ্রাম, * গাজর- ১০০ গ্রাম, * মটর- ২০০ গ্রাম * ফুলকপি- ১০০ গ্রাম * গাজর- ১০০ * টমেটো- ১৫০ গ্রাম, * আদা বাটা- ১ চা চামচ, * পাঁচফোড়ন- দেড় চা চামচ, * হলুদ- এক চা চামচ * তেল- এক কাপ * লবন- স্বাদমত প্রণালীঃ * প্রথমে সব তরকারি সমান মাপে চারকোনা করে কেটে ধুয়ে নিটে হবে। * এরপরে একটি প্যান বা কড়াই নিয়ে তাতে তেল গরম করতে হবে। * কড়াইয়ে তেল গরম হলে তাতে পাঁচফোড়ন ছেড়ে দিয়ে হালকা ভেজে নিতে হবে। * পাঁচফোড়ন থেকে সুগন্ধ বের হলে তাতে আদা বাটা দিতে হবে। * মশলা ভাল মত কষানো হয়ে ঘ্রান ছড়ালে তাতে শক্ত সবজি যেমন আলু ও মটর দিতে হবে। * এই সবজিগুলো সামান্য সিদ্ধ হলে বাকি সব তরকারি যা কম সময়ে সিদ্ধ হয় তা দিতে হবে। সাথে টমেটো পিউরি করে দিতে হবে। * সবজি ও টমেটো দেয়ায় পরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। সাথে লবন দিতে হবে। * তরকারীর পানি শুকিয়ে ঘন হয়ে এলে লবণ দেখে নামিয়ে পরিবেশন করতে হবে। চাইলে ছড়িয়ে দিতে পারেন ভাজা কাজু বাদাম। মজাদার এই সবজি সেহেরির খাবারের স্বাদ বারাবে বই কমাবেনা। তাহলে দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন এই সবজি এবং সেহেরিতে আনুন মজাদার বৈচিত্র্য।

রান্নাবাড়ায় মনে রাখুন

গৃহিণী হোক কিংবা চাকরিজীবী, মহিলাদের রেহাই নেই রান্নাবান্নার হাত থেকে। তবে রান্নাকে বাড়তি ঝামেলা মনে করেন খুব কম মহিলাই। ভালোবেসেই পরিবারের সদস্যদের জন্য রান্না করেন তাঁদের পছন্দমতো খাবার এবং তা খাইয়ে তৃপ্তিও পান বেশিরভাগ মহিলারাই। তবে রোজকার রান্না বান্নায় হয়ে যেতে পারে কিছু ভুলচুক যা খুবই স্বাভাবিক। তাই এসব কথা মাথায় রেখেই আজকে রান্না সম্পর্কিত কিছু টিপস দেয়া হলো যা রাঁধুনিদের কাজে লাগবে। পায়েস রান্নায় খেজুরের গুড়ের পায়েস কে না পছন্দ করে। কিন্তু দেখা যায় খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করার সময় দুধ ফেটে যায়, জমাট বাধে না। এই অবস্থায় কি আর পায়েস রান্না জমে! তাই চুলায় দুধ জাল দেয়ার সময় দুধ ঘন হয়ে গেলে তা নামিয়ে ঠাণ্ডা করে তারপর গুড় মেশাবেন, গরম থাকতেই গুড় দিবেন না। তারপর ভালো করে নেড়ে আবার কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নিবেন। দেখবেন কি চমৎকার ঘ্রাণ বের হচ্ছে আর রঙটাও হয়েছে সুন্দর। সেমাই রান্নায় সেমাই রান্না করতে গেলে সেমাই অনেক সময় ভেঙ্গে যায় বা গলে যায় ফলে সেমাইয়ের আসল স্বাদটাই আর পাওয়া যায় না। তাই সেমাই রান্নার আগে তা তেলে বা ঘিতে হালকা ভেজে ঝরঝরে করে নিন তাহলে একেবারেই ভাঙবে না বা গলে যাবে না। কেক বেকিং করতে কেক বেকিং করার জন্য ডিমের ব্যবহার বাধ্যতামূলক। মূলত ডিমই কেকে স্বাদ আনে, এটা কেকের অন্যতম উপাদানও বটে। কিন্তু অনেক সময় এমন হয় যে বাসায় বেশি ডিম নেই কিন্তু কেক খেতেও খুব ইচ্ছা করছে। এমন সময় কি করা যায়! চিন্তা নেই, কেক বানানোর সময় পর্যাপ্ত ডিম না থাকলে কর্ণফ্লাওয়ার ব্যবহার করবেন। এটা ডিমের কাজটাই করে। কচু বা কচুশাক রান্নায় অনেকেই আছেন বলেন যে ওল, কচুশাক আমার খুব প্রিয় কিন্তু খেলেই গলা চুলকায় বলে সাধ থাকলেও খেতে পারিনা। তাহলে কি করা যায়! গলা চুলকানোর ভয়ে এতো মজার খাবার খাওয়া বন্ধ করে দিতে হবে! না একদমই না, আপনি যা করবেন তা হলো- ওল, কচু বা কচুশাক রান্না করার সময় তেঁতুল ছেড়ে দিবেন আর যখন রান্নার পর খেতে বসবেন তখন তার উপর কিছুটা লেবুর রস চিপে নিবেন। ব্যস, হয়ে গেলো! গলা চুলকানোর আর কোনো ভয় নেই এখন। লবণ বেশি হয়ে গেলে তাড়াহুড়ায় রান্না করতে গেলে যে ভুলটা খুব হয় তা হলো তরকারিতে লবণ বেশি হয়ে যাওয়া। মাছমাংস বা তরকারিতে লবণ কম হলে তাও না হয় কাঁচা লবণ নিয়ে খাওয়া যায় কিন্তু লবণটা বেশি হয়ে গেলে কি উপায়! চিন্তা করবেন না, এই সমস্যারও সমাধান আছে। রান্নায় লবণ বেশি হয়ে গেলে কোনো টক কিছু দিয়ে দিবেন বা চিনি দিতে পারেন এতে করে খাবারের লবণাক্ত ভাব কমে যাবে। আর তারপরও যদি না কমে তাহলে তরকারিতে কিছু সেদ্ধ আলু ছেড়ে দিলেও লবণ কমে যাবে। মাছ ভাজার সময় মাছ ভাজার সময় তেল ছিটকে এসে গায়ে পরা বা হাত পুড়ে যাওয়ার ঘটনা নৈমিত্তিক। কিন্তু মাছ না ভেজে খাওয়াও তো যায় না। তাই মাছ ভাজার সময় সাবধানতার জন্য আগেই একটু তেলের মধ্যে লবণ ছিটিয়ে নিবেন। তাহলে আর তেল ছিটকে এসে হাত পুড়ে যাওয়ার ভয় থাকবেনা। মাংস সেদ্ধতে গরুর মাংস, মুরগির মাংস বা কলিজা রান্না করার সময় যেই ঝামেলাটা হয় তা হলো সহজে সেদ্ধ হতে চায় না। সবার বাসায় আবার প্রেসার কুকারও থাকেনা। এই রকম সমস্যায় আপনি যা করতে পারেন তা হলো মাংস রান্না করার সময় তাতে ১ টেবিল চামচ সিরকা দিবেন। এতে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং মাংসের উগ্র গন্ধটাও দূর হবে। পেঁয়াজ বেরেস্তা পোলাও খাবেন আর তাতে পেঁয়াজ বেরেস্তা ছড়ানো থাকবেনা তা কেমন করে হয়। লালচে পেঁয়াজ বেরেস্তা যেন পোলাওয়ের চেহারাটাই পাল্টে দেয়। তাই ঝটপট পেঁয়াজ বেরেস্তা লালচে করে ভাজার জন্য এতে সামান্য চিনি ছিটিয়ে দিন, তাড়াতাড়ি লালচে হয়ে ভাজবে। ঘন স্যুপ বাজারে বিভিন্ন রেডিমেট মুখরোচক স্যুপ পাওয়া যায় ঠিকই কিন্তু অনেকেই বাসায় তৈরি স্যুপ খেতে পছন্দ করেন। তবে তাড়াহুড়ায় দেখা যায় স্যুপ ঘন না হয়ে পাতলা পানি পানি হয়ে যায়। এরকম হলে যা করতে হবে তা হলো দুটো সেদ্ধ আলু ম্যাশ করে স্যুপের সাথে মিশিয়ে ফুটিয়ে নিন। দেখবেন স্যুপ আর পাতলা নেই। বেশ ঘন হয়ে রান্না হয়েছে। রান্নার সময় প্রয়োজনীয় জিনিস হাতের কাছে পাওয়া যায় না অনেক সময় তাই মশলাপাতি তাড়াতাড়ি খুঁজে পেতে কৌটার গায়ে নাম লিখে রাখতে পারেন তাহলে আর খোঁজ করতে হবেনা। তাড়াহুড়ায় কোনো কিছুই ভালো হয়না, বিশেষ করে রান্নার কাজ তো আরও না। তাই কালকে কী রান্না করবেন তা আগের রাতেই ঠিকঠাক করে রাখুন ও সেই অনুযায়ী প্রস্তুতি নিন, দেখে নিন সব মশলা আছে কিনা, বাটার জন্য কিছু লাগবে কিনা। আগের থেকে সব ঠিক করে রাখলে অল্প সময়ে রান্না করা যাবে।
 
Support : Website | JIBON |
Copyright © 2011. 8 ok theme - All Rights Reserved
Created by MD.JIBON ISLAM Creating Website
Proudly powered by JIBON